প্রাইভেট, কোচিং বাণিজ্য এবং শ্রেণিকক্ষে গাইড ব্যবহার বন্ধে গত জুলাই/২০১৭ মাসে খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় নিম্নবর্ণিত কতিপয় সিদ্ধাšত গ্রহণ করা হয়েছে।
সিদ্ধাšতসমূহের মধ্যে অন্যতম হচ্ছে- খুলনা মহানগরী এলাকায় স্কুল চলাকালীন কোন কোচিং সেন্টার খোলা রাখা যাবে না। গৃহীত অন্যান্য সিদ্ধাšত সমূহ হচ্ছে: শিক্ষকদের নিয়মিত ক্লাস করানোর বিষয়ে রিপোর্ট প্রেরণ করতে হবে, পরীক্ষার খাতা অবশ্যই অভিভাবকদের দেখাতে হবে, শিক্ষার্থীদের ৭০% ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে, সিটি কর্পোরেশন থেকে কোচিং সেন্টারের কোন ট্রেড লাইসেন্স প্রদান করা যাবে না, বিদ্যালয়গুলোতে ডিজিটাল হাজিরা এবং প্রত্যেক জেলায় ১টি করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং গাইড বইয়ের নাম পরিবর্তন করে সহায়ক বই নামে বাজারে বিক্রি হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো: গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পত্রে (অদ্য প্রাপ্ত) এ সকল তথ্য জানানো হয়েছে।
=০০০=
Comment:*
Nickname*
E-mail*
Website