রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৪০ লাখ টাকার হেরোইনসহ সুফিয়া বেগম ওরফে কুদন (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকতাল শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সুফিয়ার বেগমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, রাজশাহী থেকে ধুমকেতু এক্সপ্রেসে করে কমলাপুর রেলস্টেশনে আসেন সুফিয়া। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে প্রায় আধা কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা