বিবৃতিঃ খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেবদুলাল বাড়ই বাপ্পি ও বর্তমান সহ-সভাপতি রণবীর বাড়ই সজলের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলুক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ। গতকাল মহানগর ও জেলা ছাত্রলীগের এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্শন করে বলেন মামলা থেকে দ্রæত তাদের নাম প্রত্যহার করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করুন তা না হলে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ যৌথ কর্মসূচী দিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল