জিৎ ঢালী, নিজস্ব প্রতিবেদক: “প্রতি স্বেচ্ছায় রক্তদাতা একজন বীর” এই স্লোগান নিয়ে মানব সেবার লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড ম্যানেজমেন্ট টিম (KBMT) আয়োজন কর চলেছে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা।
গত শুক্রবার ০৩ মার্চ২০১৭ জাতিসংঘ পার্কে সংগঠনের স্বেচ্ছাসেবীরা পার্কে উপস্হিত লোকজনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে এবং রক্তের গ্রুপ পরীক্ষা করার পর তাদের মোবাইল নাম্বার সংরক্ষন করে যাতে পরবর্তিতে প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ স্হাপন করতে পারে। এই সংগঠনের উদ্দেশ্য জানতে চাওয়া হলে সেচ্ছাসেবী আযম এলীন জানান সারা বাংলাদেশে যেন কেউ রক্তের অভাবে না মারা যায়, রক্তের প্রয়োজনে যেন একজন আর একজনের পাশে দাড়াতে পারে তার জন্য তারা কাজ করে যাচ্ছেন।
সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা হলেন, ইয়াছিন শেখ, সাগর, লাবনী, ইমরান হোসাইন মৃধা, স্বর্না, শাওন সিয়াম ও আরো অনেকে। তারা সবাই বিভিন্ন কলেজে লেখাপড়া করছে। তাদের আর্থিক অনুদানে এই সংগঠন চলছে।