অমিত পাল, রামপাল প্রতিনিধিঃ বাগেরহাট ৩ আসনের সংদস সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার ৷ মঙ্গলবার বিকাল ৫ টায় রামপালের ৩নং বাইনতলা ইউনিয়নের সগুনা গ্রামে সগুনা সার্বজনীন নামযজ্ঞ অনুষ্ঠানে আগত ভক্তদের সাথে আলাপকালে তিনি একথা বলেন ৷
এসময় উপস্হিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ বেলায়েত হোসেন, ভাইস চেয়্যারম্যান মোয়াজ্জেম হোসেন,প্রাক্তন উপজেলা চেয়্যারম্যান মোল্লা আঃ রউফ, উজলকুড় ইউপি চেয়্যারম্যান গাজী আকতারুজ্জামান,বাইনতলা ইউপি চেয়্যারম্যান মোঃ ফকির আব্দুল্লাহ ,মোল্লা মাসুম বিল্লাহ কাবীর, মুন্সি বোরহান উদ্দিন জেড, মেম্বর মাসুম বিল্লাহ , জুলফিকার আলী ভুট্টো,ইউপি সদস্য মোঃ মাহবুবুর রহমান,
নামযজ্ঞ কমিটির সভাপতিডাঃ অনাধিরন্জন পাল, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ পাল, বিধান পাল, তপন পাল,সত্য পাল,সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব সেক্রেটারি সুব্রত পাল প্রমুখ ৷ এ সময় মন্দির কমিটি নাট-মন্দির এর নির্মান এর জন্য সরকারী সহায়তা কামনা করলে তিনি সংস্কারের জন্য সাহায্যের আশ্বাস প্রদান করেন ৷